ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক তাজিন বিনতে রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জুন) বিকেলে ৪টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিষ্ঠানটি কয়েকজন শিক্ষক সময় সংবাদকে জানান, প্রথম সন্তান জন্ম দেয়ার পর নানা শারীরিক জটিলতা দেখা দেয়ায় বেশকিছু দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রেজওয়ান জানান, প্রেগনেন্সি ইস্যু ছিল। অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলো। মাঝখানে একটু সুস্থও হয়েছিলো। পরে ভেন্টিলেশনে ছিল। আজকে বিকেল ৪টা ৪৭ মিনিটে মারা গেছেন।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি জানান, তাজিন বিনতে রহমানের সদ্যজাত বাচ্চাকে নিয়ে আমি এখন মনোয়ারা হাসপাতালে আছি। বাচ্চাটার কিছুটা সমস্যা ছিলো। জ্বর এবং শ্বাসকষ্ট ছিলো। ইনজেকশন দেয়া হয়েছে। তবে এখন ঠিক হয়ে গেছে। সে সুস্থ আছে।
জানা গেছে, তাজিন বিনতে রহমান প্রতিষ্ঠানটির বেইলী রোড শাখার ইংলিশ ভার্সনের শিক্ষক ছিলেন তিনি। ছাত্রীদের ইংরেজি বিষয়ে ক্লাস নিতেন।