নাটোর সদর উপজেলার সিংহারদহ এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ওমর ফারুক নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় ফারুক। ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে।
রাত ৩টার দিকে বাড়ির দরজায় শব্দ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে সেখানে ফারুকের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফারুকের মরদেহ উদ্ধার করে।
আবুল হাসনাত জানান, গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, ফারুককে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।