করোনা সংকট কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি চলছে ইউরোপে। তবে এখনো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আমেরিকায়। বিশ্ব জুড়ে করোনার প্রকোপে আক্রান্তের সংখ্যা ২০ লাখের আশপাশে। শুধুমাত্র নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ইতালিতে এই সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার, আর স্পেনে ১৮ হাজার। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষের।